News71.com
 Bangladesh
 19 May 16, 08:41 PM
 461           
 0
 19 May 16, 08:41 PM

ড্রেজিং খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ…

ড্রেজিং খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ…

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ড্রেজিং খাতের কাজের অগ্রগতি বাড়াতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ।

আজ সংসদ ভবনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, এ, কে, এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। সভায় ড্রেজিং কার্যক্রম জোরদার করণে আন্ত:মন্ত্রণালয় মিটিংয়ের ব্যবস্থা গ্রহণ, নতুন ড্রেজার ক্রয় এবং পুরাতন ড্রেজার মেরামতের বিষয়ে সুপারিশ করা হয়।

এছাড়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন