সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে আজ সোমবার পৃথক সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে বাধ্য হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুই মহল্লাবাসীর সংঘর্ষে ১১ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে বাবু নামে একজন মারা যান। অন্যদিকে সদর উপজেলার ফুলবাড়ি ও তেলকুপি গ্রামবাসীর মধ্যে বিরোধের জেরে সকাল ৮টার দিকে ফুলবাড়ি গ্রামের কয়েকজন যুবক তেলকুপি গ্রামের বারিক ও লিটনকে মারধর করে। পরে তেলকুপি গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাসুদেব সিনহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।