News71.com
 Bangladesh
 02 Feb 16, 03:36 AM
 1053           
 0
 02 Feb 16, 03:36 AM

বিয়েতে রাজী না হওয়ায় সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে থাকা স্কুল ছাত্রীকে পরীক্ষা দিতে হচ্ছে পুল

বিয়েতে রাজী না হওয়ায় সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে থাকা স্কুল ছাত্রীকে পরীক্ষা দিতে হচ্ছে পুল

নিউজ ডেস্ক : বগুড়া সদর উপজেলায় বিয়ের ভয়ে পালিয়ে থাকা এক ছাত্রীকে নিরাপদে এসএসসি পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটকও করা করেছে। ওই ছাত্রী গোকুল তছলিম উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

বগুডার পুলিশ সুপার আসাদুজজামান জানিয়েছেন স্থানীয় দুর্বিও রাব্বী ও আকুল মিয়া ওই ছাত্রী ও তার সপ্তম শ্রেণীর ভাগ্নিকে জোরপূর্বক বিয়ে করতে চান। অভিভাবকরা রাজি না থাকায় ৯ জানুয়ারি তারা তাদের অপহরণের চেষ্টা করে ব্যার্থ হয়ে বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেন এবং দুটি গরু লুট করে।

বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।পরে গতকাল পুলিশি নিরাপত্তা দিয়ে ভুক্তভোগী ছাত্রীটিকে পরীক্ষার ব্যবস্থা করেছে এবং তাদের বাড়িতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ সুপার।

এ ঘটনায় আটজনের নামে মামলা করলে রবিবার রাতে রনি, সনি, জয় ও আকুলের বড় বোন আসমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন