নিউজ ডেস্ক : গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারের পর রেল চলাচল শুরু হয়েছে। রেলের বগি লাইনচ্যুত হয়ে রেল বন্ধ থাকার সাত ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেল চলাচল শুরু হয় বলে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান।
তিনি নিউজ৭১ ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জমুখী হাওড় এক্সপ্রেস ট্রেনটির ৪ নম্বর বগির সামনের চাকা লাইনচ্যুত হয় রোববার রাত সোয়া ১টার দিকে। "ঢাকা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।”
বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে চলাচলকারী যমুনা, বলাকা ও বিভিন্ন স্টেশনে জামালপুর কমিউটার ট্রেন আটকা পড়েছিল বলে জানান তিনি। জয়দেবপুর জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, বগি লাইনচ্যুত হওয়ায় দেড় শ গজ রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।