নিউজ ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালিন পাকিস্তানি সৈন্যদের মধ্যে যারা যুদ্ধাপরাধ ( মানবতা বিরোধী অপরাধ) ঘটিয়েছে, তাদের ২০০ জনের একটি তালিকা দিয়েছে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’। এই তালিকার একজন লেফটেন্যান্ট জেনারেল, পাঁচজন মেজর জেনারেল, পাঁচজন কর্নেল, ২০ জন ব্রিগেডিয়ার, ৩৯ জন লেফটেন্যান্ট কর্নেল, ৪৫ জন ক্যাপ্টেন, ৮১ জন মেজর, দুজন লেফটেন্যান্ট, তিনজন বিমানবাহিনীর ও তিনজন নৌবাহিনীর কর্মকর্তার নাম রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ২০০ জনের এই তালিকা তুলে ধরেন সংগঠনের আহবায়ক ও বাংলাদেশ সরকারের নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান । উল্লেখ্য বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশের পর ১৯৭১ সালের ভুমিকার জন্য পাকিস্তানি সৈন্যদের বিচারের দাবিও জোরাল হয়ে উঠেছে বাংলাদেশে ।