দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ।। আনিসুল হক
নিউজ ডেস্ক :আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের গণতন্ত্র ও আইনের শাসন বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে পুনরায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বৃহস্পতিবার জামালপুর জজ আদালত ভবন উদ্বোধনের পর জনসভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন বঙ্গবন্ধুর প্রতি পাকিস্থানের আদালত অবিচার করলেও আদালতের প্রতি কোনদিন অশ্রদ্ধা করেননি তিনি। আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা ছিলো বলেই দেশ স্বাধীন হবার পর অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের সুন্দর একটি সংবিধান তৈরি করে দিয়েছেন। আর সংবিধান অনুযায়ী দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।
জামালপুর জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এম পি,জামালপুর ৫ আসনের এম.পি রেজাউল করিম হীরা, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ প্রমুখ।