নিউজ ডেস্ক : জনসম্মুখে ধূমপান বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।
হাইকোর্টের রুলে জনসম্মুখে ধূমপাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে আগামি ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে আইনজীবী জে আর খাঁন রবিন এ রিট আবেদন করেছিলেন।