News71.com
 Bangladesh
 02 Feb 16, 11:40 AM
 1224           
 1
 02 Feb 16, 11:40 AM

পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন আপাতত নয়: পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন আপাতত নয়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : এখনই পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায়না বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ - পাকিস্তান সম্পর্কের বেশ সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছে। মানবতা বিরোধি অপরাধের বিচার সহ বেশ কিছু ইস্যুকে বালা- পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গনজাগরন মঞ্চ সহ বাংলাদেশের বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। এরই মধ্যে আজ এক অনির্ধারিত আলোচনায় জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী জানালেন পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জোরাল হয়ে উঠলেও আপাতত সেদিকে এগোচ্ছে না বাংলাদেশ।

কুটনৈতিক সম্পর্ক টানাপড়েনের মধ্যে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার কয়েক ঘণ্টার জন্য নিখোঁজ থাকার প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার সংসদে এই প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, “টানাপড়েন হলেই যে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয়। যুদ্ধের সময়ও অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকে। "আপাতত কিছু করতে চাচ্ছি না। ভবিষ্যৎ বলে দেবে এটা কোন দিকে যাবে। সময়টা বিবেচনা করতে হবে। সব কথার শেষ কথা হল, জাতীয় স্বার্থটা মাথায় রাখতে হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন