News71.com
 Bangladesh
 03 Feb 16, 04:59 AM
 999           
 0
 03 Feb 16, 04:59 AM

বাংলাদেশে কর্মরত বিদেশীরা আয়করের আওতায়।। এনবিআর

বাংলাদেশে কর্মরত বিদেশীরা আয়করের আওতায়।। এনবিআর

নিউজ ডেস্ক : আয়কর আদায়ে এক সাহসি পদক্ষেপ নিল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী নাগরিকদের করের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন তারা। ইতিমধ্যেই বিনিয়োগ বোর্ড এবং বেপজাকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশী নাগরিক উচ্চ বেতন বা সন্মানি পেলেও তারা যথাযথ কর দেননা। ইতিপুর্বেও বেশ কয়েকবার এদের করের আওতায় আনার উদ্যোগ নিয়েও তা কার্যকর করতে পারেনি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে "বিদেশীদের বাংলাদেশে কাজ করার সুযোগ আছে, কিন্তু তারা যদি করযোগ্য আয় করেও কর পরিশোধ না করেন - তাহলে আয়কর আইন অনুযায়ী সেটা একটা অপরাধ। তারা আয় করছেন, কিন্তু আয়কর পরিশোধ করছেন না"

উল্লেখ্য বাংলাদেশে ঠিক কত বিদেশী লোক কাজ করেন তার সঠিক তথ্য এই মূহূর্তে এনবিআরের কাছে নাই। তাদের মতে শুধুমাত্র তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন রপ্তানীমুখী শিল্প এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত বিদেশীর সংখ্যা চার লাখের মতো হতে পারে । আর এই বিপুল সংখ্যক বিদেশী কর্মজীবিদের বেশিরভাগই যথাযথ আয়কর দেন না বলে অভিযোগ তোলা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন বাংলাদেশে কর্মরত বিদেশিদের প্রকৃত সংখ্যা, তাদের কাজের ধরন, বেতন সহ যাবতীয় সঠিক তথ্য নিরুপন করার জন্য তারা বিনিয়োগ বোর্ড এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পরিসংখ্যান সংগ্রহ করেছেন।

প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে অনেক বিদেশী নাগরিক পর্যটক ভিসা নিয়ে এসে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন। ঠিক কি পরিমাণ আয়কর এভাবে ফাঁকি দেয়া হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংখ্যা অনেক বড় হবে, তবে তিনি অনুমাননির্ভর কোন কথা বলতে রাজী হননি।

উল্লেখ্য চলতি বাজেট অধিবেশনের সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা করেছেন যে যেসব প্রতিষ্ঠানে অবৈধভাবে লোক নিয়োগ করা হবে তাদের বিরুদ্ধে কর সুবিধা প্রত্যাহার করার পাশাপাশি জেল-জরিমানার মতো ব্যবস্থা নেয়া হতে পারে। অর্থমন্ত্রীর এই নির্দেশনা ইতিমধ্যেই বিনিয়োগ বোর্ড এবং বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি)-কে এ চিঠি পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন