News71.com
 Bangladesh
 27 May 16, 10:57 AM
 538           
 0
 27 May 16, 10:57 AM

আদিবাসীদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন

আদিবাসীদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে কাজিহাল ইউনিয়নের আদিবাসীদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদ সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান । গতকাল বৃহ¯পতিবার সকাল সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফুলবাড়ী-দিনাজপুর সড়কের স্থানীয় নিমতলা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড় এলাকার ৬৯৩দাগের ১শতক জমির ক্রয় সূত্রে মালিক প্রধান মার্ডি ও মন্টু মুর্মু’র জমি স্থানীয় সোহরাব আলী কর্তৃক জবর দখলের অপচেষ্টা বন্ধ করা, ঐ জমি দখলের উদ্দেশ্যে আদিবাসীদের প্রাণ নাশের হুমকি প্রদানকারী সোহরাব আলীকে গ্রেফতার করা, আপস মিমাংসার নামে থানায় ডেকে আদিবাসীদেরকে হয়রানী বন্ধ করা, ভূমি দস্যুদের হাত থেকে আদিবাসীদের জমিজমা ও দেবোত্তর স¤পত্তি রক্ষাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ স¤পাদক আলেকজান্ডার মার্ডী। তিনি বলেন, সারাদেশে আদিবাসীদের উপর জুলুম নির্যাতন ভূমি থেকে উচ্ছেদ, হত্যা, বাড়িঘর ভাংচুর সহ নানা রকম নির্যাতন চালানো হচ্ছে। ২০১৫ সালে পার্বতীপুরের হাবিবপুরে ৬০টি বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজও তারা ন্যায় বিচার পায়নি। তেমনি ফুলবাড়ীর কাজিহালে নিজ ভূমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সব মিলে এসব ঘটনার সুষ্ঠ বিচার না করা হলে আগামীতে আদিবাসী পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা সভাপতি হোপনা কিস্কু, সাধারণ স¤পাদক বিকাশ মার্ডী, সাংগঠনিক স¤পাদক জুলিয়াস কিস্কু, জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখা সাধারণ স¤পাদক বিমল মূর্মু, সাংগঠনিক স¤পাদক শিবলাল টুডু, দপ্তর স¤পাদক সাগিয়েন হাঁসদা, প্রচার স¤পাদক মানুয়েল সরেন, জাতীয় আদিবাসী নারী পরিষদের দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহব্বায়ক মিনতি মার্ডী, ও কাপেং ফাউন্ডেশন এবং নাগরিক উদ্যোগ কর্তৃক পরিচালিত সিএলএস প্রকল্পের মাঠ কর্মসূচীর কর্মকর্তা নবদীপ কুমার লাড়কা প্রমুখ।

মানববন্ধন শেষে দুপুর ১২টায় সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা বরারব প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন