News71.com
 Bangladesh
 03 Feb 16, 08:45 AM
 1102           
 0
 03 Feb 16, 08:45 AM

আদায়কৃত বাড়তি ফি ৭দিনের মধ্যে ফেরত না দিলে কঠোর ব্যবস্থা ।। শিক্ষামন্ত্রী নাহিদ

আদায়কৃত বাড়তি ফি ৭দিনের মধ্যে ফেরত না দিলে কঠোর ব্যবস্থা ।। শিক্ষামন্ত্রী নাহিদ

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন "শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বাড়তি টাকা ফেরত দিয়ে শিক্ষা বোর্ডকে তা অবহিত করতে হবে। আগামি সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য সরকারি চাকুরেদের বেতন বাড়ার যুক্তি দেখিয়ে ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের বেতন ব্যাপক হারে বাড়ানো হয়। প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা।

উল্লেখ্য অভিভাবকদের রাজপথে আন্দোলন ও এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে গতবছর ১ ডিসেম্বর ২০১৫ বাংলাদেশের হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। উচ্চ আদালতের এই নির্দেশে বলা হয়, যেসব শিক্ষার্থীর কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাড়তি অর্থ আদায় করা হয়েছে, তারা নিজ নিজ শিক্ষাবোর্ডে এ বিষয়ে লিখিতভাবে জানাবে। এ বিষয়ে বোর্ডগুলোকে অতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেওয়া হলো তা জানিয়ে বোর্ডের চেয়ারম্যানদের প্রতিবেদন দিতেও নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের রুলের আলোকে গতকাল সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, “কারা কারা টাকা নিয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে। এরপরও আমরা সময় দিচ্ছি। যারা ফেরত দেবে তাদের নাম তালিকায় রাখা হবে না। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন