News71.com
 Bangladesh
 04 Feb 16, 02:31 AM
 1075           
 0
 04 Feb 16, 02:31 AM

শিক্ষকরাই সোনার মানুষ গড়ার কারিগর ।। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন

শিক্ষকরাই সোনার মানুষ গড়ার কারিগর ।। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন

নিউজ ডেস্ক : শিক্ষকদের সোনার মানুষ গড়ার কারিগর বলে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষদেরই দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ছেলেমেয়েকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা; মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো এবং ন্যায়-নীতিবান ও আদর্শ নিয়ে মানুষ হওয়ার ব্যাপারে সকলকে নজর দিতে হবে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক।

শেখ হাসিনা বলেন, "ইসলাম ধর্মের নামে কোনো ধরনের সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম কারও কাছেই গ্রহণযোগ্য না। আমাদের ছেলেমেয়েরা যেন এগুলো দূরে থাকে। তাদের কেউ যেন বিভ্রান্ত করতে না পারে। প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া উচিত যে, এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে কেউ যেন লিপ্ত না হয়। আর আমরা সন্ত্রাস-জঙ্গিবাদে বিশ্বাস করি না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। কারণ বাংলাদেশ যেন উন্নত, সমৃদ্ধ দেশ হয়। সেই দেশকে যারা নেতৃত্ব দেবে, তারা তো আজকের শিশু। তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ।’ ছোটবেলা থেকেই তাদের সেভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, "আজকের ছোট ছোট শিশু,তারাই তো বড় হয়ে একদিন দেশের কর্ণধার হবে। প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে বা ভালো শিক্ষক হবে। তাই ছোটবেলা থেকে তাদের শিক্ষার ব্যাপারে নজর দিচ্ছি। "

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্যগন, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন