নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, "অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের জমিজমাসহ সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাদের পরিবারে যারা আছে, তারা এদেশে কোন সরকারি চাকরি পাবে না। এসকল যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যরা শুধুমাত্র এদেশে বসবাস করতে পারবে। কিন্তু তাদের কোনো ভোটাধিকার থাকবে না।” উল্লেখ্য যুদ্ধাপরাধীদের ভোটার হওয়ার পথ বন্ধে তিন বছর আগেই সংসদে বিল পাস হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীতে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক সমাবেশে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষকারীদের বিচারে শিগগিরই জাতীয় সংসদে আইন পাস করা হবে। জাতীর পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ফাউন্ডেশন ।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামীর ‘অঘোষিত আমির’ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন। অথচ দশ বছর ক্ষমতায় থাকাকালে ২০ বার স্বাধীনতা ও বিজয় দিবসে তার স্বাক্ষরিত বাণীতে বলেছেন, ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আর এখন তার প্রভু পাকিস্তানকে সন্তুষ্ট করতে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করেছে। কারন সাকা সহ মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করায় পাকিস্তানের পার্লামেন্টও আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করে কথা বলছে।"
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।