News71.com
 Bangladesh
 05 Feb 16, 03:54 AM
 1084           
 0
 05 Feb 16, 03:54 AM

টেকনাফে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

টেকনাফে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার সংবাদদাতা : বাংলাদেশ মায়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তের ২ নং স্লুইচ গেইট এলাকা থেকে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি । আজ শুক্রবার ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবি এই অভিযান চালায়। অভিযানকালে নাফ নদীর ২নং স্লুইচ গেইট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন