জাবি সংবাদদাতা : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখি মেলা। মেলার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাখি সংরক্ষণে সচেতনতা তৈরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং দেশের সকলের মাঝে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড.নিয়াজ মোর্শদ,প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, আরণ্যক ফাউন্ডেশনের প্রতিনিধি জনাব আবেদুল হক চৌধুরী,আইইউসিএন এর সমন্বয়ক ড.হাসিব ইরদান উল্লা,প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মনোয়ার হোসেন এবং মেলার আহ্বায়ক ড.মোঃকামরুল হাসান প্রমুখ।
মেলায় প্রফেসর ড.সাজেদা বেগমের বার্ডস অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ড.সাজেদা বলেন,১৯৮৬ সালে ক্যাম্পাসে পাখির প্রজাতি ছিল ৭৬ টি ; বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে ক্যাম্পাসে পাখির ১৯৫ টি প্রজাতি রয়েছে। মেলায় বিগ বার্ডস বাংলাদেশের পক্ষ থেকে বিরল প্রজাতির পাখির সন্ধান পাওয়ায় তিন জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার পেয়েছেন আব্দুল মজিদ শাহ সাকিল,২য় সৈয়দ মুহাম্মদ রাতুল এবং তৃতীয়। পুরস্কার পেয়েছেন জনাব শাহরিয়ার রুশদি। এছাড়াও মেলাতে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা,আন্তঃবিশ্ববিদ্যালয় পাখিচেনা প্রতিযোগিতা,শিশুকিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে। ২০০১ সাল থেকে নিয়মিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা পাখি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।।