৫১তম বিশ্ব-ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
নিউজ ডেস্ক: চার দিন বিরতির পর টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা দ্বিতীয় পর্ব শুরু হয়। আখেরি মোনাজাতে শেষ হবে রোববার। দ্বিতীয় পর্বেও অংশ নিচ্ছে দেশের ১৬ জেলার মুসুল্লিরা।
প্রথম পর্বের মতো এবারো লাখো মুসল্লির সমাবেশ ঘটেছে এই ১৬০ একরের গাজীপুরে তুরাগ ময়দানে। দ্বিতীয় পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছে। প্রথম পর্বে অংশ নেয়া বিদেশি মুসল্লিরা উপস্থিত থাকছেন দ্বিতীয় পর্বেও।
বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা। আইনশৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে মুসল্লিদের নিরাপত্তায়। ময়দানের গুরুত্বপূর্ণ পয়েন্টে
সিসিটিভি বসানো হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনি নিয়ে এসে এখানে মোতায়েন করা হয়েছে। ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তার জন্য সবকিছু করা হয়েছে।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫১তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।