নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন দুই একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপকর্মের জন্য পুরো বাহিনীকে দোষারোপ করা সঠিক নয়। পুলিশ বাহিনীরও অনেক অর্জন রয়েছে । মন্ত্রী আজ শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসকল কথা বলেন।
সম্প্রতি পুলিশ বাহিনীর হাতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বী থেকে শুরু করে গতকাল শাহআলী এলাকায় চা বিক্রেতা বাবুল হত্যা নিয়ে সাংবাদিকদের এক ঝাঁক প্রশ্নের সন্মুখীন হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মন্ত্রী তার স্বভাব সুলভ ভঙ্গিতে ধীর স্থিরভাবে সাংবাদিকদের সকল প্রশ্নের উওর দেন।
উল্লেখ্য সাংবাদিক ব্রীফিং এর আগে গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগের এক যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার বক্তব্য রাখেন।