রাজশাহী সংবাদদাতা : জামাতের ১০ নারী কর্মীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠক চলাকালে রাজশাহী জেলার দুর্গাপুর থেকে উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান সহ এদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে উপজেলার সিংগা গ্রামের একটি বাড়িতে তারা সভা করছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থেকে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে বলে পুলিশ জানায়। নাশকতার অভিযোগে একাধিক মামলার আসামি নুরুজ্জামান জামিনে ছিলেন। শুক্রবার গোপন বৈঠকের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামান ও ১০ নারী কর্মীসহ জামায়াত-শিবিরের মোট ১৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।