নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল পুলিশ বলেছেন, ''সিএমপিতে খারাপ পুলিশের কোনো স্থান নেই। কোনো পুলিশ সদস্যের বাড়াবাড়ি সহ্য করা হবে না। পুলিশ সদস্যরা অপরাধ করলে ধরা পড়বেই। কারণ, তাদের ওপরও নজরদারি করা হচ্ছে। মিডিয়ার চোখও ফাঁকি দেয়ার সুযোগ নেই। তাছাড়া জনগণও এখন অনেক সচেতন।" চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের কমিশনার আজ শুক্রবার রাতে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে পুলিশের বিশেষ কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ধারনা করা হচ্ছে সম্প্রতি রাজধানি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কতিপয় পুলিশ সদস্যের অশোভন আচরনের কারনে দেশে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে সিএমপি কমিশনার তার সহকর্মীদের সতর্ক করার লক্ষ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।