নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ ভুমিকম্প প্রবন অঞ্চলে অবস্থিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন পরিকল্পনা গ্রহণের সময় দেশের চলমান প্রাকৃতিক পরিবেশ, বৃষ্টিপাত সহ সকল বিষয় মাথায় রেখে পরিকল্পনা নিতে হবে। ৯৬ সাল থেকে ২০০১ সালকে বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ প্রধানমন্ত্রী বলেন এই সময়টায় বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। খাদ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কিন্তু পরবতীতে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে এ উন্নয়ন কর্মকাণ্ড থেমে যায়।’
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবির সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন অনুষ্ঠান উপস্থিত ইঞ্জিনিয়ারদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ব্রিজ কালভার্ট, পুল এমনকি ঐহিত্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস করে দেয় হানাদার বাহিনী। তারপর দেশ স্বাধীন হলে আপনাদের সাহায্য ও সহযোগিতায় সেগুলো পুনরায় নির্মাণ করা হয়েছিল।’ প্রধানমন্ত্রী বলেন, "আওয়ামিলীগ সরকার সবসময় দেশের উন্নয়নে কাজ করে আর বিএনপি সবসময় অপরের করে যাওয়া কাজের ফিতা কাটে আর উদ্বোধন করে।" এ সময় তিনি রসিকতা করে বলেন, ‘আমি তো আপনাদের পরিবারেরই সদস্য। আমি একজন ইঞ্জিনিয়ারের মা। যদিও আমি বাংলার ছাত্রী। সাহিত্যের ছাত্রী।