News71.com
 Bangladesh
 06 Feb 16, 07:55 AM
 1206           
 0
 06 Feb 16, 07:55 AM

চট্টগ্রামে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁওয়ে জুট থেকে তুলা তৈরির এক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জানাগেছে শনিবার বিকাল ৫টার দিকে চান্দগাঁওয়ের টেকবাজার এলাকায় কালামিয়া বাজার সড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা দুটি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

আগুনে কারখানার বেশকিছু যন্ত্রাংশ ও জুট পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য শাহিদুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন