News71.com
 Bangladesh
 06 Feb 16, 08:21 AM
 1121           
 0
 06 Feb 16, 08:21 AM

মানবতাবিরোধী অপরাধে আপনারও বিচার হবে, চাইলে পাকিস্তানে পালিয়ে যেতে পারেন।। খালেদা জিয়ার উদ

মানবতাবিরোধী অপরাধে আপনারও বিচার হবে, চাইলে পাকিস্তানে পালিয়ে যেতে পারেন।। খালেদা জিয়ার উদ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, “মানবতাবিরোধীর অপরাধে আপনারও বিচার হবে।” তিনি আজ শনিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামিলীগ নেতা সেলিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনি পালাতে চাইলেও আমরা সুযোগ দেব, পাকিস্তান চলে যান। পাকিস্তানে বৃষ্টি পড়লে এখানে ছাতা ধরার চেষ্টা করবেন না।” তিনি আরো বলেন, “৪৩ বছর পর শেখ হাসিনা মানবতার অপরাধে অপরাধীদের সাজা দিয়েছেন, যারা গর্ব করে বলেছে আমাদের বিচার কেউ করতে পারবে না। নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরী কী অট্টহাসি দিয়ে কথা বলতো! কোথায় মুজাহিদ, কোথায় সাকা চৌধুরী? নিজামীরও ফাঁসির আদেশ হয়েছে, সেটাও কার্যকর হবে।”

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, তাজুল ইসলাম এমপি, আবদুর রহমান এমপি, সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান, সফিকুল ইসলাম সিকদার প্রমুখ।


সমাবেশ শেষ দিকে শেখ ফজলুল করিম সেলিম পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। এবং নতুন এই নেতৃত্বকে সকল নেতা কর্মীদের সাথে আলাপ করে আগামী ১৫ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন