News71.com
 Bangladesh
 06 Feb 16, 10:52 AM
 1065           
 0
 06 Feb 16, 10:52 AM

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ না করতে পারার কারনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।। ড. ক

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ না করতে পারার কারনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।। ড. ক

নিউজ ডেস্ক : বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, "দেশের সর্বোচ্চ বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়ভাবে বিচারক নিয়োগ দেয়া হচ্ছে । তাই বিচারকরাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। দেশের সর্বোচচ আদালত আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে।" ড: কামাল হোসেন আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি মানবাধিকার সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিতের লক্ষ্যে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আলোচনায় এসকল কথা বলেন।

সংবিধান প্রণেতা ড: কামাল বলেন, "একটি দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে সে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। কোনো রাজনৈতিক দল নির্বাচনে তিনশ’ আসন পেলেও অযোগ্য কোনো লোককে বিচার বিভাগে নিয়োগ দিতে পারে না। " তিনি বলেন, "আজ সংবিধানের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে কোনো দিন রাজতন্ত্র কায়েম হতে পারে না। এ দেশের সংবিধানের জন্য অনেক মূল্য দিতে হয়েছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন