নিউজ ডেস্ক : গাজা উদ্ধারকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগরামে তুলকালাম কান্ড । হাতা হতি, মারামারি থেকে শেষপর্যন্ত গোলাগুলি। র্যাবের ছোড়া গুলিতে কোন মাদক ব্যবসায়ি আহত না হলেও আহত হলেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলায় । র্যাবের গুলিতে আহত পুলিশের এক এএসআই হাসানের চোখের অবস্থা গুরুতর।
মাদক ব্যবসায়ীদের সাথে গুলি বিনিময়ের সময় র্যাবের ‘লক্ষ্যভ্রষ্ট’ গুলিতে তিনি আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। আহত হাসান চৌদ্দগ্রাম থানায় এএসআই পদে কর্মরত । জানাগেছে গভীর রাতে জেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কুমিল্লা র্যাব- ১১ এর একটি দল উপজেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাঁজাসহ শালুকিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ফয়সাল (৩০) কে আটক করে।
অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করে। এসময় গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে কুমিল্লা থেকে র্যাবের অতিরিক্ত ফোর্স এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই ইব্রাহীম ও এএসআই হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা শর্টগানের গুলি ছোড়ে।
আর এসময়ই ভুল বশত তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের এএসআই হাসান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।গুলিতে আহত এএসআইকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার দুপুরে ঢাকা চক্ষু ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।