নিউজ ডেস্ক : রাজধানি ঢাকার অভিযাত এলাকার পর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা মাগুরা শহরের পুরোটাই এখন ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে । মার্কেট ও ব্যবসা কেন্দ্রগুলো ছাড়াও শহরের কুড়িটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে একশ’র বেশি ক্যামেরা। ব্যতিক্রমী এ উদ্যোগের কারণে একমাসেই শহরে অপরাধ সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এমনকি কলেজগুলোর সামনে নেই আর বখাটের উৎপাত।সন্তুষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলছেন, পুরো শহরটি সিসি ক্যামেরার আওতায় পর শহরের অপরাধ কর্মকাণ্ড অনেকটা কমে গেছে। তিনি জানান, সিঙ্গাপুরে একটি ট্রেনিংয়ে অংশ নিতে গিয়ে বিষয়টি তার মাথায় আসে।
পুলিশ সুপার বলেন, "বিদেশ থেকে মাগুরায় এসে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে দফায় দফায় আলোচনার পর সবাই এগিয়ে আসেন।
তিনি জানান, তিনি সহ সরকারি কর্মকর্তারাও অনেকে নিজ নিজ অফিস এলাকায় ক্যামেরা স্থাপনে অর্থ দেয়া সহ নানা সহায়তা করেছেন।শহরের পর ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে জেলার অন্য উপজেলা সদরগুলোতেও।"
শহরের আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস বলেন, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এমনকি কলেজের সামনে বখাটের উৎপাতও কমে গেছে অনেক।
এসপি মি. উল্লাহ বলছেন, শহরে ইতিবাচক ফল আসায় তারা এখন স্থানীয় বিত্তবানদের সহায়তা নিয়ে উপজেলা পর্যায়েও ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন।
তার বিশ্বাস সব উপজেলায় এটি করতে পারলে সন্ত্রাস প্রবণ জেলাটি পরিণত হবে একটি নিরাপদ শহরে।