বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার দ্বিতীয় আশর শুরুতেই এক মুসল্লি মারা গেছে । তার নাম আব্দুর রহমান (৬০)। এ মুসল্লির বাড়ি বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকায় বলে জানা গেছে।
ইজতেমার জামায়াতের সদস্য মো. আদম আলী জানান, গতকাল রাতে সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ তাঁবুতে মারা যান আব্দুর রহমান।
ইজতেমায় কোনো মুসল্লির মৃত্যু হলে মাসলেহাল জামায়াতের সদস্যরা এখানকার নির্দিষ্ট স্থানে লাশ সংরক্ষণ করেন।