News71.com
 Bangladesh
 07 Feb 16, 01:54 AM
 931           
 0
 07 Feb 16, 01:54 AM

বিএনপিকে ধ্বংস করার জন্য বাইরের শত্রুর প্রয়োজন নাই, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য যথেষ্ট : ওবায়দুল কাদের।।

বিএনপিকে ধ্বংস করার জন্য বাইরের শত্রুর প্রয়োজন নাই, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য যথেষ্ট : ওবায়দুল কাদের।।

নিউজ ডেস্ক : আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "বিএনপিকে ধ্বংস করার জন্য বাইরের শত্রুর প্রয়োজন নাই, তারা নিজেরাই নিজেদের শত্রু। তাই আওয়ামিলীগ তাদের জন্য চ্যালেঞ্জ নয়। তারা নিজেরাই নিজেদের জন্য হুমকি।”

মন্ত্রী গতকাল শনিবার সকালে নিলফামারীর ডোমার-ডিমলা সংযোগ সড়কের বুড়িতিস্তা নদীর উপর সড়ক ও জনপদ অধিদফতরের অধিনে চার কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১০৭ দশমিক ৫৬ মিটার দীর্ঘ খোকশারঘাট সেতু উদ্ধোধন শেষে উপজেলা পরিষদের মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন ।

ডিমলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামিলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ ।

এর আগে সেতু উদ্ধোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিলফামারীর জেলা প্রশাসক , পুলিশ সুপার , সড়ক ও জনপদ অধিদফতরের দিনাজপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী , তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নীলফামারী সড়ক ও জনপদ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন