রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর মোহনপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাষন্ডর বিরুদ্ধে। গুরুতর আহত এই শিশুকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষক পলান চন্দ্র কটুকে (৪২) গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মোহনপুর থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পলান চন্দ্র কটুর বাড়ির পাশে আজ শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশীর পাঁচ বছরের এক শিশু খেলছিল। এ সময় তাকে গাঁজর দেওয়ার লোভ দেখিয়ে কটু বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।
ধর্ষণের স্বীকার শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। এসময় শিশুটিকে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।