News71.com
 Bangladesh
 07 Feb 16, 11:40 AM
 1220           
 0
 07 Feb 16, 11:40 AM

ধানমন্ডির ১২ তলা আবাসিক ভবনে আগুন ।। ৩২টি ফ্লাট ভষ্মিভূত , এক বৃদ্ধার মৃত্যু

ধানমন্ডির ১২ তলা আবাসিক ভবনে আগুন ।। ৩২টি ফ্লাট ভষ্মিভূত , এক বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি এলাকায় গতকাল শনিবার দিবাগত রাতে একটি ১২তসা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনের ৩২টি আবসিক ফ্লাটই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১২ তলা ভবনের আট তলায় থাকতেন তিনি।

মারা যাওয়া বৃদ্ধার নাম মুন্নুজান বেগম। আগুন থেকে সৃষ্ট ধোয়ার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সুত্রে জানাযায় পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়িতে গভীর রাতে আগুন লাগে। দিবাগত রাত সোয়া একটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারনা ,প্রথমে ভবনের নিচতলায় আগুন লাগে। পরে তা ওপরের দিকে ছড়িয়ে যায়। উদ্ধারকারিরা ভবনের বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে বের করে আনে। আট তলা থেকে মুন্নুজানকেও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

গুরুতর আহত বৃদ্ধা মন্নুজান বেগমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন