নিউজ ডেস্ক : ভারত, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে তাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা একথা বলেন। আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন নতুন এই ভারতীয় রাষ্ট্রদূত। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
নয়াদিল্লিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যেকোন পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ভারতের সমর্থন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন হাই কমিশনার তা পূন:ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ভারতের হাই কমিশনার গত সাত বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও আর্থিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে এ সাফল্যকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যে লক্ষ্য আওয়ামী লীগ সরকার নির্ধারণ করেছে তা ‘অর্জনযোগ্য’ বলেও মন্তব্য করেন ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।
এসময় ভারতীয় রাষ্ট্রদূতের প্রশংসার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরেন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব রেল রুট চালু ছিল তা আবার চালু করার ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি সর্বসম্মতভাবে পাশ করায় ভারতের সকল পার্লামেন্টে সদস্য তথা জনগনকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতসহ, নেপাল ও ভুটানের সঙ্গেও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আঞ্চলিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৈয়দপুর বিমানবন্দরকে ‘মুক্ত’ করে দেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভারতের হাই কমিশনার দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও পণ্য পরিবহনকে আরো গতিশীল করতে সীমান্তে চেকপোস্ট বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দিসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করা হবে বলে জানান তিনি। ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে উল্লেখ করে হর্ষ বর্ধন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে ভারতীয় উদ্যোক্তারা আগ্রহী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।