News71.com
 Bangladesh
 07 Feb 16, 06:49 AM
 1111           
 0
 07 Feb 16, 06:49 AM

প্রধানমন্ত্রীর হুমকিতে জাতি আজ আক্রান্ত ।। বিএনপি নেতা রিজভী

প্রধানমন্ত্রীর হুমকিতে জাতি আজ আক্রান্ত ।। বিএনপি নেতা রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, "দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হুমকিকন্যা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন ।,তিনি বলেছেন, "প্রধানমন্ত্রীর হুমকিতে জাতি আজ আক্রান্ত। পীড়িত মানুষের প্রতিবাদ কোনোভাবে সহ্য করতে পারেন না বর্তমান প্রধানমন্ত্রী। তার হুমকির মুখে দেশের মানুষের সব অধিকার আজ নিরুদ্দেশ হয়ে গেছে।" আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সাংবাদিক সন্মেলনে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, ‘মানুষের অধিকার শব্দটিকে শেখ হাসিনা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না। ভোট, নির্বাচন, কথা বলা, সমালোচনা ও প্রতিবাদ, লেখা, প্রকাশ করা, চলাফেরা, সংবাদপত্রের স্বাধীনতাসহ মানুষের সকল স্বাধীনতা দ্বিতীয় মেয়াদের শেখ হাসিনার বাকশালে বন্দি হয়েছে।"

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুল লতিফ জনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন