News71.com
 Bangladesh
 07 Feb 16, 11:25 AM
 1038           
 0
 07 Feb 16, 11:25 AM

বাংলাদেশ জলসীমায় অবৈধ মাছ ধরতে আসা ৩ টি ভারতীয় ট্রলারকে আটক করেছে কোস্টগার্ড।।

বাংলাদেশ জলসীমায় অবৈধ মাছ ধরতে আসা ৩ টি ভারতীয় ট্রলারকে আটক করেছে কোস্টগার্ড।।

নিউজ ডেস্ক : বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশকৃত ৩টি ট্রালার আটক করেছে কোস্টগার্ড ।জানাগেছে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরার সময় অর্ধশতাধিক ভারতীয় ট্রলারকে বাংলাদেশের কোস্টগার্ড ধাওয়া করে । কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে ভারতীয় ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ডের ধাওয়া খেয়ে বেশীরভাগ ভারতীয় ট্রলার পালিয়ে গেলেও তিনটি ট্রলারকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ট্রলারগুলোকে দুবলার চরের আলোরকোলে আনা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড সুত্রে জানাগেছে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় বাংলাদেশি জেলেরাও মাছ ধরছিল। তারা দেখতে পেয়ে খবর দিলে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা অর্ধশতাধিক ভারতীয় ট্রলারকে ধাওয়া করে।

এ ব্যাপারে দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ জানান, "ভারতীয় ট্রলার প্রায়ই বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার করে। তিনি বলেন, ‘এ দেশের জেলেরা ভারতীয় জেলেদের কাছে জিম্মি ও অসহায়। কারণ ভারতীয় জেলেরা দ্রুতগামী অত্যাধুনিক রেডিও সিস্টেম ট্রলার নিয়ে এসে মাছ শিকার করে তাড়াতাড়ি পালিয়ে যায়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন