News71.com
 Bangladesh
 07 Feb 16, 11:57 AM
 984           
 0
 07 Feb 16, 11:57 AM

আশুলিয়ায় স্কুল শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ ।। কথিত স্ত্রীসহ ধর্ষক আটক

আশুলিয়ায় স্কুল শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ ।। কথিত স্ত্রীসহ ধর্ষক আটক

নিউজ ডেস্ক : আশুলিয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সিয়াম আহমেদ বিজয় ওরফে বিজু ও তার কথিত স্ত্রী জান্নাতুরকে আটক করেছে পুলিশ। জানাগেছে গত বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী স্কুল থেকে বাসায় ফেরার পথে বিজু তার এক বন্ধু লতিফের সহায়তায় কৌশলে মেয়টিকে নিজ বাসায় নিয়ে আটকে রাখে। এবং গত ২দিন ধরে বিজু তাকে একাধিকবার ধর্ষণ করে।

এ ব্যাপারে ধরষিতার বাবা আশুলিয়ার থানায় অভিযোগ করলে পুলিশ রবিবার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বিজুর বাসা থেকে বিজু ও তার কথিত স্ত্রীকে আটক করে। এ সময় আটক বিজুর কাছ থেকে ৬৩ পিস ইয়াবা ও ধারালো চাকু পাওয়া যায়। আটক বিজু ব্রাহ্মণবাড়িয়া জেলার বুড়িচং থানাধীন বাগাসমাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে।

বর্তমানে ধর্ষণের স্বীকার শিশুটি আশুলিয়া থানায় পুলিশি হেফাজতে রয়েছে। আটক বিজু বখাটে এবং ধুরন্দর প্রকৃতির একজন লোক। এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিজু। এ ঘটনার পর তার সহযোগী লতিফ আত্মগোপনে রয়েছে। তাকেও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন