নিউজ ডেস্ক : নিজের মিথ্যাচারেই ধরা পড়লেন এমপি লতিফ। বঙ্গবন্ধুর ছবি নিয়ে সৃষ্ট বির্তকের ব্যাপারে শনিবারের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য রোববার পুনঃসংবাদ সম্মেলন ডেকে প্রত্যাহার করেন তিনি। ফলে নিজের ফাঁদে নিজেই ধরা দিলেন এমপি লতিফ। শনিবার সংবাদ সন্মেলন করে লতিফ বলেন তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগের এক অংশ ষড়যন্ত্র করে একাজ করেছে। আর আজ বললেন ব্যানার ফেস্টুন ছাপানো প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ডিজাইনারে অনিচ্ছাকৃত ভুল। এখন প্রশ্ন আসল সত্য কোনটা?জাতার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছবি বিকৃতির ঘটনায় অবশেষে কি ফেঁসে যাচ্ছেন সরকার দলীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এম এ লতিফ। এটাই সকলের দেখার বিষয়।।