News71.com
 Bangladesh
 08 Feb 16, 01:46 AM
 1020           
 0
 08 Feb 16, 01:46 AM

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে ছাত্রদলকর্মী জাহেদুল ইসলাম ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানাগেছে , গত বৃহস্পতিবার সকালে কলেজের কলা ভবনের ৩০২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ হয়। এতে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী মতিনের সঙ্গে ছাত্রদলকর্মী ইমনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু'পক্ষের মাঝে দ্বন্দ্বের জের ধরে গতকাল রোববার সকাল ১১টার দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রদলকর্মী ইমন বেশ কয়েকজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন