নিউজ ডেস্ক : নতুন ৩ বিচারপতি নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিদ্যমান দুটি বেঞ্চ পুর্নগঠন করা হয়েছে। নতুন এই বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার পতির সংখ্যা দাঁড়াল ৯ এ। আপিল বিভাগের পুনর্গঠিত বেঞ্চে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে রয়েছেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। আপিল বিভাগের অপর জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে রয়েছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমান আলী ও বিচারপতি নিজামুল হক।পুর্নগঠন হয়ার আগে আপিল বিভাগে বিচারপতি ছিল ছয়জন। রবিবার তিন বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা এখন নয়জন। আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা নবনিযুক্ত বিচার পতিদের শপথবাক্য পাঠ করিয়েছেন । নতুন এই বিচারপতি নিয়োগের ফলে উচ্চ আদালতে মামলার জট কিছুটা হলেও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।