নিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার হোসেন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ ভোরে কেরাণীগঞ্জের চিতাখোলা রোডের কাছে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এসময় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র্যাব ১০ এর কর্মকর্তা মেজর মহিউদ্দিনের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, "নিহত ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র এবং অন্যান্য কাগজপত্র থেকে তারা জানতে পারেন যে, ঐ ব্যক্তির নাম মোতাহার হোসেন। এবং ঐ ব্যক্তিই কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলার মূল আসামি।"
গত ২৯ শে জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ নিখোঁজ হয়। এসময় দুই দফা মুক্তিপন দেবার পরও জীবিত ফেরত পায়নি আবদুল্লাহকে। পরবর্তীতে ২রা ফেব্রুয়ারি একটি প্লাস্টিকের ড্রামে ভরা অবস্থায় আবদুল্লাহর গলিত মৃতদেহ উদ্ধার হয়।