News71.com
 Bangladesh
 08 Feb 16, 03:01 AM
 1017           
 0
 08 Feb 16, 03:01 AM

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় চার্জ গঠিত।।আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহন শুরু

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় চার্জ গঠিত।।আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহন শুরু

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে আজ।আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছে আদালত। এর মাধ্যমে বহুল আলোচিত এ দুটি মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে। মামলা দুটিতে মোট ৩৫ জন আসামির বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ। যার মধ্যে ইতিমধ্যেই ২৩ জন জেল হাজতে আছেন এর এবং বাকী ১২ জন পলাতক রয়েছে। আসামীদের মধ্যে আটজন র‍্যাবের সদস্য বলে জানাগেছে ।

উল্লেখ্য গত ২০১৪ সালের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি মামলা করেন। এছাড়াও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ওই দুটি মামলার ২০১৫ সালের ৮ই এপ্রিল তৎকালিন ভারতে পলাতক নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আজ সোমবার এই দুটি মামলায় চার্জ গঠনের শুনানির সময় আদালতে আসামি নূর হোসেন, তারেক সাঈদ, মেজর আরিফ, এম এম রানাসহ ২৩ জন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন