News71.com
 Bangladesh
 08 Feb 16, 10:00 AM
 1053           
 0
 08 Feb 16, 10:00 AM

নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দিন - আমাদের দিন শেষ হয়ে গেছে ।। রওশনের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান এরশাদ

নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দিন - আমাদের দিন শেষ হয়ে গেছে ।। রওশনের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পর্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জেনারেল এরশাদ বলেছেন, "শৃক্ষলা ভঙ্গকারিদের জাতীয় পার্টিতে কোন স্থান নেই। মানুষের কাছে তাদের কোন মুল্য নেই। " গতকাল রাজধানি ঢাকার একটি কনভেনশন হলে যৌথ সভায় একথা বলেন তিনি। জাতীয় পার্টির একটি অংশ যেখানে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করার দাবি তুলেছে, সেখানে জাপা চেয়ারম্যান জেনারেল এরশাদ উল্টো নতুন প্রজন্মের হাতে দলের ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার দলীয় এক কর্মসূচিতে স্ত্রী রওশনের উদ্দেশ্যে এরশাদ বলেন, “নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দিন। আমাদের দিন শেষ হয়ে গেছে।” বাংলাদেশের রাজনীতিতে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আলোচিত সাবেক এই সামরিক শাসক দলের কো চেয়ারম্যান ও মহাসচিব পদে সাম্প্রতিক রদবদলের সিদ্ধান্তে ‘অটল’ থাকার কথাও পূন:ব্যক্ত করেছেন।এসময় তিনি জাতীয় পার্টিতে ‘রওশনপন্থি’ নেতা হিসেবে পরিচিতদের ‘দলে কোনো অবস্থান নেই’ বলেও তিনি মন্তব্য করেছেন।

উল্লেখ্য গত রোববার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির ৩১ জন এমপির এক বৈঠক থেকে দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনটি দাবি জানানো হয়। তাদের দাবি- কো চেয়ারম্যান পদ থেকে জিএম কাদের ও মহাসচিব পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে প্রত্যাহার করতে হবে; রওশন এরশাদকে দলের কো চেয়ারম্যান করতে হবে এবং প্রেসিডিয়াম ও পার্লামেন্টারি কমিটির সঙ্গে আলোচনা না করে দলের চেয়ারম্যান কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

এই দাবিগুলো পূরণ হওয়ার আগ পর্যন্ত দলের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ারও হুমকি দেওয়া হয় বৈঠকে উপস্থিত সদস্যদের স্বাক্ষরিত এক বিবৃতিতে। ওই সভার সভাপতি ছিলেন রওশন।

মুলত জাতীয় পার্টিতে রওশন পন্থিদের এধরনের সিদ্ধান্তের পাল্টা হিসেব তার একদিন পর সোমবার গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির আঞ্চলিক নেতা-কর্মীদের সঙ্গে এক যৌথ সভায় ‘রওশনপন্থী’ নেতাদের ইঙ্গিত করে এরশাদ বলেন, “একটি দলের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শৃঙ্খলা। এটা যারা ভঙ্গ করেছে, তাদের পরিণতি তোমরা দেখেছ। তারা জানে যে তৃণমূলে তাদের কোনো অবস্থান নেই। আমাদের কাছে তাদের কোনো মূল্য নেই।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন