নিউজ ডেস্ক : মাদক সেবন করা ও রাখার অপরাধে খোরশেদ আলম, শিহাব আলী (৩২) ও আলী হোসেনকে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীনুজ্জান ও শুভ্রা দাস পৃথকভাবে এ আদালত পরিচালনা করেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কালীগাংনী গ্রামের খোরশেদ আলম, মেহেরপুর শহরের চক্রপাড়ার শিহাব আলী, সদর উপজেলার গোপালপুর গ্রামের আলী হোসেন।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই জালাল ও বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের এএসআই মুক্তার হোসেন অভিযান চালিয়ে ১০ গ্রাম করে গাঁজাসহ তাদের আটক করে।