News71.com
 Bangladesh
 08 Feb 16, 10:43 AM
 1184           
 0
 08 Feb 16, 10:43 AM

বাংলাদেশ ও পাকিস্তানের কুটনৈতিক সম্পর্ক তলানিতে ।। উত্তেজনার পারদ বাড়ছে

বাংলাদেশ ও পাকিস্তানের কুটনৈতিক সম্পর্ক তলানিতে ।। উত্তেজনার পারদ বাড়ছে

নিউজ ডেস্ক : পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের বিরূদ্ধে পাল্টা-পাল্টি ব্যবস্থা নিয়ে সংকটকে আরও ঘনিভূত করে তুলছে। সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার এবং কূটনীতিকদের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে এই টানাপোড়ান শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ দাবি তুলেছে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূতাবাস উঠিয়ে দেয়ার ।

গত সপ্তাহে ঢাকার কুটনৈতিক পাড়া খ্যাত গুলশান থেকে এক পাকিস্তানের কুটনিতিককে সন্দেহজনক ঘোরাফেরার দায়ে পুলিশ আটক করে । জবাবে পাকিস্তান তাৎক্ষনিক ভাবে ইসলামাবাদে বাংলাদেশী কুটনিতিককে অপহরন করে আটক রাখে।

এই পরিস্থিতিতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাক হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। আর আজ তারই পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে সোমবার দেশটির সরকার তলব করে।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি দায়িত্যশীল সুত্রে জানাগেছে আজ বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাই কমিশনারকে ডেকে নিয়েছিলেন। ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা দীর্ঘ সময় ‘নিখোঁজ’ থাকার ঘটনায় ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে গত ২ ফেব্রুয়ারি তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা হিসেবে আজ বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয় ইসলামাদে।

উল্লেখ্য বেশকিছুদিন ধরে বাংলাদেশে পাকিস্তানের কুটনিতিকরা তাদের কুটনৈতিক শিষটাচার লঙ্ঘন করে বাংলাদেশের আভ্যন্তরিন অনেক বিষয়ে অনৈতিক হস্তক্ষেপ করছে। বাংলাদেশের মানুষের অনুভুতিতে আঘাত দিয়ে তারা এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়েও কটুক্তি করছে।

পাকিস্তানের কুটনিতিকদের এ অনৈতিক আচরনে বর্তমানে বিক্ষুব্ধ বাংলাদেশের মানুষ ।দাবী উঠছে বাংলাদেশ থেকে পাকিস্তানের দুতাবাস উঠিয়ে দেওয়ার । এরইমধ্যেই পাকিস্তানের এই পদক্ষেপ উত্তেজনার পারদ আরও বাড়িতে দিবে বলে ধারনা সংশ্লিষ্টদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন