News71.com
 Bangladesh
 08 Feb 16, 10:56 AM
 1242           
 0
 08 Feb 16, 10:56 AM

মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতা ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র হয় না।। - আইরিন জেড খান

মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতা ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র হয় না।।  - আইরিন জেড খান

নিউজ ডেস্ক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এই মহাপরিচালক আইরিন জেড খান বলেছেন, "গণমাধ্যমের শক্তি অনেক বেশি। এই শক্তি গণমাধ্যমকে দাবিয়ে রাখার শক্তিকে সব সময়ই অতিক্রম করে। কেননা, মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতা ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র হয় না। গণমাধ্যম মুক্ত না হলে সরকার অন্ধকারে থাকে।"

ডেইলি স্টার-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ডেইলি স্টার সেন্টারে ‘মানবাধিকার ও মুক্ত গণমাধ্যম: উন্নয়নের সহায়ক অথবা অন্তরায়’ শীর্ষক একক বক্তৃতায় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক আইরিন জেড খান এ কথা বলেন। বক্তৃতায় আইরিন খান যুক্তরাষ্ট্র ও ইউরোপের মুক্ত গণমাধ্যমের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নশীল দেশের ও বাংলাদেশের গণমাধ্যম নিয়েও আলোচনা করেন ।

আইরিন খান বলেন, "গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকলে তা রাজনৈতিক নেতৃত্বকে পরিবর্তন করে, সাংবাদিকেরা মানুষের জন্য তথ্য প্রকাশ করতে পারেন এবং এর ফলে মানুষের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত হয়। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন নয়, তারা দেশের ভেতরের অনেক বিষয়ই জানতে পারে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনতা ভোগ না করায় চীনে এইডস ও বেবি ফুড সম্পর্কে মানুষের ধারণা কম ছিল। ফলে সেখানকার মানুষকে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ সরকারকে অন্ধকারে রাখে।"

বাংলাদেশে তথ্য অধিকার আইনের প্রশংসা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এই মহাপরিচালক বলেন, গণমাধ্যমের শক্তিতে নিয়ন্ত্রণ আরোপ নয়, বরং গণমাধ্যমককে প্রসারে সুযোগ করে দিতে হবে। বেশি বেশি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজন আছে, গণমাধ্যমকে বেশি বেশি স্বাধীনতা দিতে হবে। পাঠকের ওপর ছেড়ে দিতে হবে সে কোনো গণমাধ্যমকে গ্রহণ করবে বা বিশ্বাস করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন