News71.com
 Bangladesh
 08 Feb 16, 11:16 AM
 1175           
 0
 08 Feb 16, 11:16 AM

সীমান্তে চোরাই গরু আনতে গিয়ে লাশ হয়ে ফিরল বাদশাহ ।।

সীমান্তে চোরাই গরু আনতে গিয়ে লাশ হয়ে ফিরল বাদশাহ ।।

সাতক্ষীরা সংবাদদাতা: ভারতে চোরাই পথে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মারাগেছে আলী বাদশা নামের এক বাংলাদেশি চোরাকারবারি। আটকে রেখে নির্যাতনের পর এক পর্যায়ে মৃত্যু হলে লাশ ফেলে দেয়া হয় ইছামতি নদীতে। আজ সোমবার দুপুরে টাউন শ্রীপুর স্লুইচ গেট নামক স্থান থেকে আলী বাদশার ভাসমান লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। নিহত বাদশা সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিবনগর এলাকার মৃত বাবর আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন নদী পার হয়ে ভারতে গরু আনতে যান বাদশাহ। তারা ভারত সীমান্তে পৌঁছলে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় বাদশার সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে কোনোভাবে রক্ষা পেলেও তিনি বিএসএফের হাতে ধরা পড়েন। সেখানে গত পাঁচদিন ধরে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে বাদশা মারা গেলে লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ।

এ ব্যাপারে ৩৪ বিজিবির টাউন শ্রীপুর কোম্পানি সদরের নায়েক সুবেদার জানান, অবৈধভাবে সীমান্তে গরু আনা-নেয়া নিষিদ্ধ। বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে গেলে তো দুর্ঘটনা ঘটবেই। নিহত বাদশার লাশটি উদ্ধার করে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন