News71.com
 Bangladesh
 09 Feb 16, 01:21 AM
 1224           
 0
 09 Feb 16, 01:21 AM

তাজরীন এবং রানা প্লাজার ঘটনার পর পোশাক খাতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের গৃহিত পদক্ষেপ ও উন্নতি 'অসাধারণ' মনে করছেন ডাচ রাষ্ট্রদূত।।

তাজরীন এবং রানা প্লাজার ঘটনার পর পোশাক খাতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের গৃহিত পদক্ষেপ ও উন্নতি 'অসাধারণ' মনে করছেন ডাচ রাষ্ট্রদূত।।

নিউজ ডেস্ক : আমেরিকা যখন গেল গেল বলে পোশাক শিল্প খাত থেকে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার করে নিল, সেই সময়ে গতকাল সোমবার সাংবাদিকদের সামনে তাজরীন এবং রানা প্লাজার ঘটনার পর পোশাক শিল্প খাতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের গৃহিত পদক্ষেপ ও উন্নতি 'অসাধারণ' বলে জানিয়েছেন ডাচ রাষ্ট্রদূত। ডাচ রাষ্ট্রদূতের এই ভূয়সি প্রশংসা নি:সন্দেহে বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে অক্সিজেন জোগাবে।

উল্লেখ্য রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশে পোশাক খাতে নিরাপত্তা ইস্যুতে উন্নতি সম্পর্কে জানতে চাইলে কুলেনেয়ার বলেন, “একথা বলার অপেক্ষা রাখে না যে অসাধারণ উন্নতি হয়েছে। অবশ্য এটাও বলার দরকার যে, এখনও অনেক কিছু করতে হবে। এত অল্প সময়ে আপনি পরিস্থিতি সমাধানও করতে পারবেন না।”

নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, “আমি এখানে অনেক দারুণ কারখানা দেখেছি। সেগুলো আসলেই দারুণ। এগুলো সম্ভবত গাজীপুরে। সেখানে আমি সত্যিই অনেক ‘গ্রেট’ কারখানা দেখেছি।”

গতকাল ডাচ রাষ্ট্রদূত সচিবালয়ে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদের সাথে বৈঠক করেন। বৈঠক থেকে যৌথ ব্রীফিং এ বানিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "রানা প্লাজা দুর্ঘটনার পর ক্রেতারা ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ দিয়েছে, তার মধ্যে নেদারল্যান্ডস অন্যতম।" নেদারল্যান্ডসে এখন বাংলাদেশের রপ্তানি প্রায় একশ কোটি ডলার বলে জানান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন