নিউজ ডেস্ক : নিখোঁজের এক দিন পর গতকাল সকালে ভাষানটেক এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হল শিশু সাজিদ খানের (৫) লাশ । উদ্ধারকৃত মৃতদেহটি পুলিশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাজিদের পিতার নাম ওসমান খান বলে জানাগেছে ।
ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদের বরাত দিয়ে সংবাদপত্র জানায়, গত রোববার দুপুর থেকে সাজিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। পরে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ সকালে ভাষানটেক বিআরটিএ প্রকল্পের পাশের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকির ভেতর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। নিহতের পিতার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায় খেলা করার সময় এক ফাঁকে সেপটিক ট্যাংকে শিশুটি পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে। এ নিয়ে তার বাবার কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নড়াইল সদরে।