নিউজ ডেস্ক : জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র কমেডিয়ান ফরিদ আলীর চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী । কমেডিয়ান ফরিদ আলী হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ কথা জানান।
মুক্তিযোদ্ধা ফরিদ আলীর অসুস্থতা সম্পর্কে সংবাদপত্রের রিপোর্ট পড়ার পর প্রধানমন্ত্রী তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক ড. জুলফিকার লেনিন নির্দেশনা অনুযায়ী ফরিদ আলীকে গতকাল সন্ধ্যায় তার চিকিৎসার জন্য ভর্তি করতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসেন।