নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রিকশাভ্যানে মিনিবাসের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন মা বেদানা বেগম (৬২), ছেলে ভ্যানচালক ফরহাদ হোসেন (৩৫) ও আরেক যাত্রী আশরাফুল (৪৫)। তাঁদের মধ্যে মা ও ছেলের বাড়ি মধুপুরের গাঙ্গাইর গ্রামে।
ফায়ার সার্ভিসের সুত্রে জানাগেছে , সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি মিনিবাস উপজেলার গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানচালক ফরহাদ হোসেন ও ভ্যানের আরোহী তাঁর মা বেদানা বেগম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত আরেক যাত্রী আশরাফুল মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।