নিউজ ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন,"বাল্য বিবাহের প্রবনতার কমানোর জন্য মাধ্যমিক স্কুলগুলোকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হলে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের প্রবণতা কমে যাবে। কেননা মাধ্যমিক পাস করার পর কলেজ অনেক দূরে হওয়ায় অনেক অভিভাবক মেয়েদের সেখানে পাঠাতে চান না। তাদের বিয়ে দেওয়া হয়।"
আজ মঙ্গলবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছরই থাকছে।