News71.com
 Bangladesh
 09 Feb 16, 07:44 AM
 980           
 0
 09 Feb 16, 07:44 AM

তথ্য অধিকার আইনে,তথ্য না দেওয়ায় রাজধানীর ভাটারা থানার ওসিকে ৫ হাজার টাকা জরিমানা ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ।।

তথ্য অধিকার আইনে,তথ্য না দেওয়ায় রাজধানীর ভাটারা থানার ওসিকে ৫ হাজার টাকা জরিমানা ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ।।

নিউজ ডেস্ক : তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়ায় রাজধানীর ভাটারা থানার ওসি মো. নূরুল মোত্তাকিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মঙ্গলবার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান আজ মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।

জানাগেছে হাই কোর্টের একটি নির্দেশ ভাটারা থানায় পৌঁছেছে কি না, তা জানতে তথ্য চেয়েছিলেন আলাউদ্দিন আল মাছুম নামে এক ব্যক্তি। ভাটারা থানার ওসি তথ্য প্রদানে ও ওই আবেদন গ্রহণে অস্বীকার করেন। বাধ্য হয়েই আলাউদ্দিন আল মাছুম তথ্য কমিশনে অভিযোগ দেন ।

তথ্য কমিশন সুত্রে জানাযায়, অভিযোগ পেয়ে ওসি নূরুল মোত্তাকিনকে শুনানিতে ডেকেছিল তথ্য কমিশন। কিন্তু তিনি এতে উপস্থিত হননি। “শুনানিতে গরহাজির থাকায় এবং কোনো সময়ের আবেদন না করায় তাকে (ওসি) পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ শুনানিতে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন