News71.com
 Bangladesh
 09 Feb 16, 08:30 AM
 967           
 0
 09 Feb 16, 08:30 AM

কবিতার আসর ছেড়ে মওদুদ ছুটলেন প্রেমিকার কাছে ।।

কবিতার আসর ছেড়ে মওদুদ ছুটলেন প্রেমিকার কাছে ।।

নিউজ ডেস্ক : বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলার চলছে প্রতিনিয়ত নানা আয়োজন। আজও এমনটাই চলছিল মেলা প্রাঙ্গনে। তরুণ কবিরা একে একে স্বরচিত কবিতা আবৃত্তি করছিলেন। এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিসটার মওদুদ আহমদ। তাঁকে দেখে সেই উচ্ছসিত তরুন কবিরা ঘিরে ধরলেন। একজন বলে ওঠেন, ‘স্যার, স্যার এখানে একটু আসুন, বসুন। আমাদের কবিতা শুনুন।’

কিছুক্ষণের জন্য বসেন মওদুদ সাহেব। তরুন প্রতিভাবান কবিদের কবিতা শুনলেন, তাদের উত্সাহিতও করলেন। কিন্ত আর তো দেরি নয় এবার তো যেতে হবে তাকে। উঠতে চাইলেন। এসময় তরুণ কবিরা আরও কিছুক্ষণ থাকতে বললেন তাদের সাথে। এ সময় মওদুদ হেসে বললেন, ‘আমাকে এক্ষুনি যেতে হবে, আমার প্রেমিকা অপেক্ষা করছে আমার জন্য।’ উপস্থিত সবাই এ কথা শুনে হেসে উঠলেন।

সকলের কৌতুহল বাড়ল, হাসির রোল পড়ে গেল। তরুন কবিরা চোখাচুখি করতে লাগলেন। এক সাংবাদিক কৌতুহল চাপতে না পেরে কাছে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘আমার প্রেমিকা আর কেউ নয়, ইউপিএল থেকে “বাংলাদেশে গণতন্ত্র ১৯৯১ থেকে ২০০৬” নামের আমার বইয়ের একটি অনুবাদ গ্রন্থ বেরিয়েছে, সেই প্রেমিকার কাছে যাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন